দিনাজপুর থেকে রতন সিং: সন্ত্রাসীদের হাত থেকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর দাবিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দিনাজপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রকে বহিস্কারের ঘটনাকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়, ফোরামের কার্যকরি পরিষদের সদস্য প্রফেসর ড. এটিএম সফিকুল ইসলাম, প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রফেসর ডা. ফজলুল হক, কৃষিবিদ ফেরদৌস আলম, আনম ইমতিয়াজ, আব্দুর রহিমসহ প্রমূখ।