কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জের করিমগঞ্জের জগৎশাহ বাড়ি এলাকায় একটি যাত্রীবাহী পিকআপের চাপায় এক শিশু মারা গেছে। এর প্রতিবাদে এলাকাবাসী কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
করিমগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে জাফরাবাদ এলাকার আবুল হাশেমের ছেলে আবু নাঈম (১১) রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জগামী যাত্রীবাহী পিকআপ তাকে চাপা দিয়ে চলে গেলে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। নাঈম স্থানীয় একটি কিন্ডারগার্টেনের ছাত্র। দুর্ঘটনার পর পিকআপ ও সিএনজি চালকরা পালিয়ে গেছে।