কলাপাড়া প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক এক প্রেসব্রিফিং রোববার সকাল ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গনযোগাযোগ অধিদপ্তর ও তথ্য মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জাকির হোসেন।
গত এক বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মোতালেব তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি বিপুল হাওলাদার, সাংবাদিক হুমায়ুন কবীর, জীবন কুমার মন্ডল, মেজবাহউদ্দিন মাননু, মোহসীন পারভেজ, মিলন কর্মকার রাজুসহ প্রমুখ।