কাউখালীতে জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

কাউখালী থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি করার দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ  শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এই  স্মারকলিপিপ্রদান ও সমাবেশ হয়েছে।   শিক্ষক সমিতির কার্যালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব গৌতম দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল আউয়াল, প্রভাষক সুনিল দাস, তপন চক্রবর্তী, সুবোধ চন্দ্র রায়সহ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাররে স্মারকলিপি প্রদান করা হয়।