কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রাখার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জকে ময়মনসিংহের পরিবর্তে ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত রাখার দাবিতে কিশোরগঞ্জের সম্মিলিত নাগরিক ফোরাম প্রধামনন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে। এতে কিশোরগঞ্জকে সিটি কর্পোরেশনে উন্নীত করারও দাবি জানানো হয়েছে।

Kishoreganj (Procession)-18-01-15
কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সাথে রাখতে সম্মিলিত নাগরিক ফোরামের মিছিল

রোববার (১৮ জানুয়ারি)দুপুরে খরমপট্টি এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শত শত নারী-পুরুষ মিছিল সহকারে কালেক্টরেটে গিয়ে সমাবেশ করেন। সমাবেশ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জিল্লুর রহমান,  জেলা বারের সভাপতি অ্যাড. শাহ আজিজুল হক, সাবেক সভাপতি অ্যাড. ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, নাগরিক ফোরামের সমন্বয়কারি এনায়েত করিম অমি, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব আব্দুল আউয়াল, জেলা উইমেন চেম্বারের সভানেত্রী ফাতেমা জোহরা, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

ময়মনসিংহকে বিভাগ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলা হয়, ময়মনসিংহের সঙ্গে কিশোরগঞ্জবাসীর তেমন কোন যাতায়াত এবং যোগাযোগ নেই। দূরত্বের দিক থেকেও কিশোরগঞ্জের অধিকাংশ এলাকা ঢাকার নিকটবর্তী হওয়ায় কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রাখার জোর দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়।