দলীয় পরিচয়ের সুযোগ নিয়ে দায়িত্বে অবহেলাকারীদের ছাড় দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রংপুর থেকে জয়নাল আবেদীন: স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম রংপুর মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মীদের সাবধান করে দিয়ে বলেছেন,  দলীয় পরিচয়ের সুবিধা নিয়ে কোনো কাজ-কর্ম না করেই বসে বসে  যারা বেতন নিচ্ছেন তাদের ছাড় দেওয়া হবে না । এরকম কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরি করে তাদের চাকরিচ্যুত করা হবে ।

রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে কলেজের  চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

minister for health Nasim at RMC
দায়িত্বে অবহেলাকারীদের সাবধান করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সময়ে অনেকেই রাজনৈতিক বিবেচনায় হাসপাতালে চাকরি পেয়েছেন, কিন্তু তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না । নিজেদের সাহেব মনে করেন তারা । অন্যদের দিয়ে হাসপাতালে কাজ করান । এরকম যারা করেন তাদের ছাড় দেয়া হবে না ।  তারা যে দলেরই হোক না কেন, এমনকি আওয়ামী লীগ হলেও কাজে অবহেলা মেনে নেয়া হবে না ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, সাংসদ ইউনুস সরকার, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্যরা ।

অনুষ্ঠানে মো. নাসিম বলেন  সারা দেশের হাসপাতাল ক্যাম্পাসগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনায় গড়ে ওঠা দোকান-পাট দালালদের আখড়ায় পরিণত হয়েছিল। সরকারি ওষুধ চুরি করে সেখানে বিক্রি করা হতো । আর এর সঙ্গে কর্মচারী, কর্মকর্তা এবং কখনো কখনো ডাক্তাররাও জড়িত বলে শোনা যায় ।

অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজখবর

এর আগে স্বাস্থ্যমন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবরোধকারীদের হামলায় অগ্নিদগ্ধ তিন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।  সাংবাদিকদের সাথে আলাপকালে এসময় তিনি বলেন, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিএনপি নেত্রী খালেদা জিয়া কিছুই অর্জন করতে পারবেন না। দেশের জনগণ তাদের অপকর্মের জন্য ঘৃণা প্রকাশ করছে।  এভাবেই  তার রাজনীতি শেষ হয়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী  আরো বলেন,  সকলের মুখসহ শরীর ঝলসে গেছে। এটা তো কোনো রাজনীতি হলো না। এ ভাবে খালেদা জিয়ার নির্দেশে একের পর এক মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে। কাজের সন্ধানে বাসে করে যাওয়ার সময় গরিব মানুষদের পেট্রোলবোমা মেরে হত্যা করা হচ্ছে, অগ্নিদগ্ধ করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কাপুরুষোচিত।

জনগণকে আশ্বস্ত করে মো. নাসিম বলেন, আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে বলে এ ধরনের ঘটনা ঘটিয়ে পার হতে পারছে না দুর্বৃত্তরা। তাদের গ্রেফতার করা হচ্ছে।