দিনাজপুরে জামায়াত-বিএনপির ২৮ নেতা-কর্মী গ্রেফতার

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

এদের ১৫ জন বিএনপির ও ১৩ জন জামায়াতের নেতা-কর্মী।

চিরিরবন্দর উপজেলায় পাঁচজন, কোতোয়ালী, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় চারজন করে ১২ জন, ঘোড়াঘাট, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় তিনজন করে নয়জন এবং বিরল উপজেলায় দুজনকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, কাহারোল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও দিনাজপুর পৌর ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক গোলাপ হোসেন। তাদের বিরুদ্ধে ট্রাকে অগ্নিসংযোগসহ নাশকতার মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রহমান সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে বিএনপি নেতা মতি, ফরহাদ ও গোলাপকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।