নাদিম মোস্তফা গ্রেফতারে ২৪ ঘণ্টা বাড়ল রাজশাহীর হরতাল

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে আটকের প্রতিবাদে রাজশাহীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত  হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। এর ফলে রোববার থেকে সোমবারের ৩৬ ঘন্টার হরতালের সাথে আরো ২৪ ঘন্টা যুক্ত হলো।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বৈঠক শেষে রাজশাহীতে হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমদ। রোববার নাদিম মোস্তফাকে আটক করা হয়।

আলাউদ্দিন আহমদ জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা মহানগরসহ জেলার প্রতিটি উপজেলায় এ হরতাল পালন করা হবে।