নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
ঘাতক দালাল নির্মুল কমিটির ২৩মত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মানব বন্ধন করে সংগঠনের জেলা কমিটি।
জেলা শহরের টাউন হল মোড়ে আজ (১৯ জানুয়ারি)দুপুরে মানববন্ধনে ও সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক মিলন, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক অ্যাড. কাজী মানছুরুল হক খসরু, আবদুল ওয়াদুদ পিন্টুসহ প্রমুখ। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে ।