নোয়াখালী শহরে অটোরিকশা আগুন দিয়েছে অবরোধকারীরা

নোয়াখালী  থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী শহরের জামে মসজিদ মোড়ে সকাল আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা। পুলিশ তৎপর থাকায় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অবরোধকারীরা।

পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে এবং গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে। পুলিশ পাহারায় জেলা শহর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস-ট্রাক।

সিএনজি অটোরিকশায় আগুন দেয়ার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার। তিনি আরো জানান, ইতোমধ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের ১৫ জন নেতা-কর্মী রয়েছেন।