বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা তথ্য অফিসের উদ্যোগে বাগেরহাট শহরে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে চলচ্চিত্রের মাধ্যমে সরকারের বিভিন্ন সাফল্য প্রদর্শন করা হয়।
জেলা তথ্য অফিসার মহাসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।