ভোলা থেকে আবু হা-সিন রায়হান: ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়াকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৯ জানুয়ারি) বিএনপি ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। বিএনপির দলীয় সূত্র হরতাল ঘোষণার কথা নিশ্চিত করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়াকে নাশকতা করার পরিকল্পনার অভিযোগে পুলিশ গ্রেফতার করে।
জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হেলালউদ্দিন জানান, ফারুক মিয়াকে গ্রেফতাররের প্রতিবাদে রোব্বার বিকেলে বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের বাসায় বিএনপির নেতৃবৃন্ধ জরুরি সভা করে আজকের হরতাল কর্মসুচি ঘোষণা করা হয়।