ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কে গণডাকাতি

গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ের  চরকালিবাড়ি সেতুর রেলিংয়ে বাঁশ বেঁধে গণ-ডাকাতির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিববার ভোর রাতে গফরগাঁও-দেওয়ানগঞ্জ সড়কের  চরআলগী ইউনিয়নের চরকালিবাড়ি এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের সেতুর রেলিংয়ের দুই দিকে বাঁশ বেঁধে ২০-২২জনের সশস্ত্র ডাকাতদল ব্যারিকেড তৈরি করে। ডাকাতদল যাত্রীবাহি সিএনজি, অটোবাইকসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও বিভিন্ন জিনিসপত্র লুটে নেয়।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহরাব উদ্দিন নামে এক অটোবাইক চালককে আটক করে থানায় নিয়ে আসে। চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাইনুদ্দিন অভিযোগ করে বলেন, এসড়কে প্রায় প্রতি রাতে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদা খান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক অটোবাইক চালককে আটক করা হয়েছে।