রংপুর থেকে জয়নাল অাবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত খোকসা ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাঠ খননের সময় দুটি ট্রাকসহ দুজনকে আটক করেছে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত ব্যাক্তিরা হচ্ছে একরামুল হক ও মেহেদি হাসান।
সোমবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।
জনস্বার্থ এবং পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল কাশেম, রসিকের সার্ভে শাখার প্রধান মাসুদ করীম বকসি তুহিন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম প্রমুখ ।
