রংপুরে জুয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত পাঁচ

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ভবানীপুর কাওসার ডাঙ্গা গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, রোববার (১৮ জানুয়ারি) রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে রাজু আহাম্মেদ নামে এক যুবকসহ ছয়জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যায়। আহতদের মধ্যে জোয়াদ মন্ডলের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।