লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরে ইটভাটায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ উপজেলার পাটোয়ারী ইটভাটায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ইটভাটার ম্যানেজার আবুল কাশেম জানান, ভাটার ফার্নেস অয়েলের ট্যাঙ্কে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ইটভাটার পারচালক রেজা পাটোয়ারী দাবি করেন, এ অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার ফার্নেস অয়েলের ক্ষয়ক্ষতি হয়েছে।