লক্ষ্মীপুর বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসসহ ছয়টি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে সোমবার (১৯ জানুয়ারি) সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে এ যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে একটি যাত্রীবাহী বাস, দুটি সিএনজিচালিত অটোরিক্সা এবং একটি করে কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও যাত্রীবাহী লেগুনা রয়েছে।
জানা গেছে, সকাল ৬টার দিকে রামগতি থেকে ঢাকাগামী মৌসুমী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার ফোরকানিয়া এলাকায় পৌঁছালে অবরোধ সমর্থকরা বাসটিতে হামলা করে বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে।
এদিকে, সকালে উপজেলার চরলরেন্স বাজারে অবরোধ সমর্থনে শিবিরকর্মীরা একটি মিছিল বের করে বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান ও দুটি অটোরিক্সা ভাংচুর করে। এসময় যাত্রীবাহী একটি লেগুনাসহ একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহাম্মদ জানান, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।