শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুর সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি)দুপুরে জেলা শহরের এমএন ভবন চত্ত্বরে পাঁচশত দরিদ্র মানুষের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এজিএম আব্দুল মুত্তালিব, আওয়ামী লীগ নেতা ফকরুল মজিদ খোকন, প্রকাশ দত্তসহ প্রমূখ।
শিক্ষাবৃত্তি প্রদান: এদিকে একইদিনে একই ব্যাংকের সিএস আর এর আওতায় সাত মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।