ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: শৈত্যপ্রবাহে সারাদেশের মতো কাহিল হয়ে পড়েছে ঈশ্বরদীর মানুষও। সোমবারও (১৯ জানুয়ারি) দেখা মেলেনি সূর্যের। ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। রোববার তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি। বিভিন্ন প্রতিষ্ঠানের বিতরণ করা পাতলা কম্বলে তীব্র শীত নিবারণ করা সম্ভব হচ্ছে না।

উত্তরের হিমেল দমকা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বত্র নেমে এসেছে স্থবিরতা। শীতে কাঁপছে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। তারা রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
আড়মবাড়িয়ার নূরজাহান বেগম জানান, ‘যে কম্বল দেছে সেটা দিয়ে এই শীতে ওম পাওয়া যায় না’। উল্লেখ্য, ইতিপূর্বে ঈশ্বরদীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেসকল কম্বল বিতরণ করেছে সেগুলো অত্যন্ত পাতলা। সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, ব্লেজার কাপড়ের পাতলা কম্বল একসাথে চারটি গায়ে জড়ালেও শীতের তীব্রতা নিবারণ করা সম্ভব না।