সন্ত্রাসবাদী তৎপরতার আশঙ্কায় ইউরোপজুড়ে সতর্কতা

সম্ভাব্য সন্ত্রাসবাদী তৎপরতার আশঙ্কায় সোমবার (১৯ জানুয়ারি) উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইউরোপ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বেলজিয়ামে সন্দেহভাজন জঙ্গি দলের প্রধানের খোঁজ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া ফ্রান্স ও জার্মানিতে মুসলিমবিরোধী সমাবেশ আটকে দিয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সে গত সপ্তাহে কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনায় বন্দুকধারীদের হাতে ১৭ জন নিহত হন। এরপর ইউরোপের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বেলজিয়ামে জঙ্গিদের বিরুদ্ধে শুরু হয় ধারাবাহিক অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়।
ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের হয়ে লড়াই করতে যাওয়া ইউরোপীয় তরুণদের অনেকে দেশে ফিরে আসছে। তারা নিজ নিজ দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এই হুমকি মোকাবিলায় সহযোগিতার কৌশল নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা আজ ব্রাসেলসে বৈঠকে বসছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি একটি বিশেষ সম্মেলন ডেকেছে ইইউ।
অন্যদিকে ফ্রান্সের একটি আদালত মুসলিমবিরোধী সমাবেশে বিধিনিষেধ আরোপ করেছেন।