পেশাগত পরিচয়পত্র পেলেন কলাপাড়ার ১২ হাজার জেলে

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: প্রায় ৩০ বছর ধরে মাছ শিকার করছেন জেলে সেরাজ হাওলাদার। স্বীকৃতি না থাকায় এতদিন কোনো সরকারি সুযোগ-সুবিধা পাননি। মঙ্গলবার সেরাজ হাওলাদার হাতে পেলেন তার পেশাগত পরিচয়পত্র। কলাপাড়ায় ১২ হাজারেরও বেশি জেলে এরকম পরিচয়পত্র পেলেন।

KALAPARA PIC-01(20.01.2015)
পরিচয়পত্র হাতে জেলে সেরাজ হাওলাদার।

জেলেরা জানান, আগে রাজনৈতিক প্রভাবে প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে তালিকায় দলীয় কর্মীদের নাম দেওয়া হতো।

জেলে জাহাঙ্গীর হাওলাদার বলেন, সাগরে মাছ শিকারে গিয়ে একাধিকবার ট্রলারডুবি ও ডাকাতের কবলে পড়েছেন। কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় সাগরেই যেতে হয়েছে মৃত্যু ঝুকি নিয়ে। তিনি বলেন, গত তিন যুগেও জেলে হিসেবে স্বীকৃতি পাননি। আজ জেলের পরিচয়পত্র পেয়ে তিনি খুশি। একই কথা বললেন জেলে আল আমিন খান, মনির খান ও নাসির গাজী।

মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মধ্যে পরিচয়পত্র প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আ. মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, সালাম বিশ্বাসসহ অন্যরা।

সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার বলেন, বর্তমান সরকার জেলেদের পুনর্বাসন ও জাটকা মৌসুমে জেলেদের যাতে না খেয়ে থাকতে হয় এ জন্য ৩০ কেজি করে চাল সহায়তা দিচ্ছে।