কুলাউড়া রেলওয়ের পুরানো কোয়ার্টার এখন অপরাধ জগৎ

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: কুলাউড়া রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারগুলোয় বসতি গেড়েছে অপরাধীরা। এসব কোয়ার্টার ঘিরে সংঘটিত হয় নানা অপরাধকর্ম। বহিরাগতরা এসব বাসা দখলে নিয়ে অপরাধ কর্মকাণ্ড করছে। রেলওয়ে থানা, কুলাউড়া থানা এবং উপজেলা প্রশাসন বিষয়টি অবগত হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

কুলাউড়ার রেলওয়ে স্টেশনের ১৫০টি স্টাফ কোয়ার্টারের মধ্যে ৬০টি বেদখল হয়ে গেছে। এছাড়া পরিত্যক্ত ঘোষিত আরো শতাধিক বাসা দখলে নিয়েছে বহিরাগতরা। স্থানীয় ও রেলওয়ের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় ভাসমান লোকেদের ভাড়া দেয়া হয়েছে। ভাড়া দেওয়া বাসায় মদ, গাঁজা, হেরোইন ও ফেনসিডিলসহ মাদকব্যবসা ও জুয় চলে বলে অভিযোগ রয়েছে। স্টেশনের উত্তর ও দক্ষিণ কলোনি এলাকায় সন্ধ্যা নামলে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে না। মানুষের কাছে রেলওয়ের কলোনি এক বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত।

গত ১০ জানুয়ারি রেলওয়ের দক্ষিণ কলোনির বাসিন্দারা এ নিয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন জানান, রেলওয়ে কলোনির অসামাজিক কার্যকলাপ বা আইনশৃঙ্খলার বিষয়টি দেখার কথা স্থানীয় পুলিশ প্রশাসনের।

এ ব্যাপারে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পিযুষ কান্তি ভট্টাচার্য জানান, বেশির ভাগ কোয়ার্টার নষ্ট হওয়ার কারণে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এসব কোয়ার্টারে থাকে না। আর এ কারণেই বাইরের লোকেরা এসব কোয়ার্টার দখল করে বাস করছে।