ধনবাড়ী থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করায় দুইজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তোফাজ্জল হোসেন ভুয়া ম্যাজিস্ট্রেট মো. আবুল হোসেন (৫২) ও তার সহকারি মো. কায়েম উদ্দিনকে (৫৩) একবছরের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সালেংগা গ্রামে।
পুলিশ জানায়, তারা বাংলাদেশ ক্রেতা-ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ধনবাড়ী বাজারের বিভিন্ন বেকারীর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করছিল।
এ সময় তাদের কাছ থেকে বেশকয়েকটি অখ্যাত প্রত্রিকাসহ বিভিন্ন সংস্থার চার-পাঁচটি পরিচয়পত্র ও মোবাইল কোর্ট পরিচালনা সংকান্ত গেজেটের কপিসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়।