নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালীতে তিন শিবিরকর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। এদের মধ্যে একজন এবারের এসএসসি পরিক্ষার্থী।
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে নাশকতা করতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টায় শহরের ইসলামিয়া রোড থেকে সন্দেহবশত ফুয়াদ (২৩) নামে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই এলাকার রেনুমিয়া কন্ডাক্টার মসজিদের পাশের একটি বাসা থেকে মাছুম (১৭) ও সাইমুন (২২) নামের আরো দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের রুম থেকে বিভিন্ন ব্যানার, লিফলেট, ফেস্টুন জব্দ করা হয়।