বরিশালে ১০ মণ জাটকা  জব্দ করেছে কোস্টগার্ড

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে  ১০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের গোয়েন্দা কর্মকর্তা নজির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের সদস্যরা লঞ্চ ঘাট এলাকায় অবস্থান নেয়। এসময় একটি ট্রলারের মধ্যে সবজির বস্তা থেকে ১০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ করা জাটকা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।