বোমা মেরে কুপিয়ে যশোরের মণিরামপুরে যুবলীগ নেতাকে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে যুবলীগ নেতা শাহিনুর রহমানকে (৩৫) বোমা মেরে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বেলা তিনটার দিকে কাশিপুর মাদ্রাসার কাছে হামলার শিকার হন তিনি।

শাহিনুর রহমান মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তিনি কাশিপুর এলাকার লুৎফর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে একটি মোটরসাইকেলযোগে শাহিনুর রহমান মণিরামপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। কাশিপুর মাদ্রাসার কাছে পৌঁছুলে একদল দুর্বৃত্ত প্রথমে তাকে লক্ষ্য করে চারটি বোমার বিস্ফোরণ ঘটায়। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে ৭-৮ দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা চারটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবিরউদ্দিন আহম্মেদ জানান, কে বা কারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শাহিনুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।