শান্তির জন্য রংপুরে বিশাল র‍্যালি

রংপুর থেকে জয়নাল আবেদীন: সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকালে রংপুর শহরে বিশাল শান্তি র‌্যালি হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শান্তি র‌্যালিতে অংশ নেন  ছাত্রছাত্রী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাজার হাজার মানুষের র‌্যালিটি নগরীর প্রতিটি  সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

SANTI RALLY 20.01.2015
শান্তির জন্য রংপুরে র‍্যালিতে অংশ নেয় হাজারো মানুষ।

সমাবেশে  জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এবং পুলিশ সুপার আব্দুর রাজ্জাক শান্তির পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ।

সমাবেশে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু নগরীর প্রতিটি ওয়ার্ডে শান্তি কমিটি গঠন করার জন্য কাউন্সিলরদের আহবান জানান ।

জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জেলার সার্বিক শান্তি রক্ষায় জনগণের সহযোতিা চেয়ে বলেন, সর্বশক্তি প্রয়োগ করে হলেও জেলায় শান্তি প্রতিষ্টা করা হবে। তারা জনগণকে প্রকৃত অপরাধীদের নামের তালিকা তৈরি করার আহবান জানান।