গফরগাঁও থেকে আতাউর রহমান মিন্টু: আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ময়মনসিংহের গফরগাঁওয়ে অবাধে নিষিদ্ধ নোট ও গাইডবই বিক্রি হচ্ছে। স্থানীয় প্রশাসন এ নিয়ে কোনো অাইনি পদক্ষেপ নিচ্ছে না।
, সরকার ও দেশের সর্বোচ্চ আদালত অষ্টম শ্রেণি পর্যন্ত নোট ও গাইডবই বিপণন, প্রদর্শন, প্রস্তুতকরণ, মুদ্রণ ও প্রকাশনা নিষিদ্ধ করেছে। কিন্তু উপজেলার লাইব্রেরির মালিকরা নোট ও গাইডবইয়ের মজুদ গড়ে তুলেছেন।প্রকাশ্যেই এগুলি বিক্রি হচ্ছে।
, অষ্টম শ্রেণির একটি গাইডবই বিক্রি হচ্ছে ৮১০ টাকা থেকে ৯৫০ টাকায়।
পশু হাসপাতাল রোডের ফাতেমা আক্তার জানান, শহরের মিতালী, ইসলামিয়া, মনি লাইব্রেরি, ফরিদ বুক ডিপো, সোহাগ ও সবুজ লাইব্রেরির মালিকরা শিক্ষকদের সাথে সমঝোতার মাধ্যমে বিভিন্ন প্রকাশনীর বুকলিস্ট ছাত্র-ছাত্রীদের হাতে ধরিয়ে দিচ্ছে।
রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর কাদের বলেন, আমরা নোট ও গাইডবই কেনার ব্যাপারে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করি।
পৌরশহরের কলেজ রোডের মনি লাইব্রেরির মালিক মনির জানান, নিষিদ্ধ নোট ও গাইডবইগুলো আমরা ছাপাই না। রাজধানী ঢাকাসহ সব জায়গায় খোলামেলাভাবে এগুলো বিক্রি হয় তাই আমরাও বিক্রি করে থাকি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ড বলেন, নিষিদ্ধ বই বিক্রি বন্ধ করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।