রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পুঠিয়ায় এক অজ্ঞাত যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ভরুয়াপাড়া এলাকার একটি আখক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কোনো শিক্ষার্থীর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কমপক্ষে তিন মাস আগে হত্যা করে লাশ আখক্ষেতে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। কঙ্কালের পরনে থাকা প্যান্ট দেখে পুলিশের ধারণা সে কোনো কলেজের শিক্ষার্থী ছিল।