রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধ ও হরতাল সমর্থকরা। সোমবার (১৯ জানয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাপাশিয়া এলাকায় আগুন দেওয়া হয়। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে ট্রাকটি পুড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্য নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদল লোক লাঠিসোঁটা নিয়ে ট্রাকটির গতিরোধ করে। পরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জামায়াত-শিবিরকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।