লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরে হরতাল-অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ১২টি মামলার পলাতক আসামি জামায়াত নেতা জাকির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানান, অবরোধে নাশকতার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। হরতাল-অবরোধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে।