লক্ষ্মীপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ৪০ মণ জাটকা আটক

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ৪০ মণ জাটকা আটক করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জাল ও জাটকা ইলিশ আটক করে।

কোস্টগার্ড রামগতি কন্টিনজেন্ট কমাণ্ডার মো. ইকবাল বাহার জানান, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেঘনা নদীর রামগতি উপজেলার চরআলেকজান্ডার, গাবতলী, সেবাগ্রাম ও চরআব্দুল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের সময় জেলেদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ ৪০ মণ জাটকা ইলিশ আটক করা হয়। পরে আটককৃত জাটকা মাছগুলো এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড নিয়মিত এরকম অভিযান চালিয়ে যাবে।