শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কের টানা ব্রিজের কাছে ভটভটি খাদে পড়ে আল আমিন (৫০) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বকশিগঞ্জের নিলক্ষিয়া হতে ইসলামপুর যাওয়ার পথে এদুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি শ্রীবরদী উপজেলার টিয়েরকান্দি গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, নিলক্ষিয়া হতে একটি ভটবটি ঝগড়ারচর হয়ে ইসলামপুর যাবার পথে টানা ব্রিজ এলাকায় ভটভটিটি খাদে পড়ে যায়। এসময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন।
পুলিশ দুর্ঘটনায় কবলিত ভটভটি আটক করেছে।