কলাপাড়ায় নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ায়  সেতু শ্রমিক আব্দুল গনির (৪৮) মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। পনরো-ষোল ঘন্টা আগে গনি সেতুর ওপর থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। 

বুধবার সকালে স্থানীয় লোকজন নদী থেকে মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর উপরে নির্মাণাধীন শেখ কামাল সেতুর কাজ করার সময় ওই নির্মাণ শ্রমিক সেতুর উপর থেকে নদীতে পড়ে ডুবে মারা যায়। তাৎক্ষনিকভাবে নৌকা, ট্রলার দিয়ে খোঁজাখুঁজি করলেও রাতে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, নিহতের মাথায় একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। তারা ধারনা করছেন সেতু থেকে পড়ে নিচে পিলার বা রডের সাথে মাথায় আঘাত লেগেছে। নিহত গনির বাড়ি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে।

এ ঘটনায় কলাপাড়া থানায় জিডি করা হয়েছে।

টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, কোন ধরনের নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের ঝুঁকিপুর্ণ কাজ করানোর কারণে এ দুর্ঘটনা ঘটছে। এ জন্য নিহতের পরিবারকে ক্ষতিপূরন দেয়ার দাবি করেন তিনি।