কলাপাড়ায় শীর্ষ সন্ত্রাসী টুকু গ্রেফতার

কলাপাড়া প্রতিনিধি: পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও জুয়াড়ি টুকু সিকদারকে (৩৫) কলাপাড়া থানা পুলিশ আলীপুর থেকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। টুকুর বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি, হত্যা চেষ্টাসহ অন্তত চারটি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। । তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।