নালিতাবড়ীর সোহাগপুরের বিধবাদের মাঝে টাকা ও কম্বল বিতরণ

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর  বিধবাদের মাঝে সম্মানি ভাতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোহাগপুরের বিধবা নারী ও ব্র্যাক সুত্র জানায়,  ব্র্যাকের সহায়তায় সোহাগপুর গ্রামে একাত্তরের গণহত্যায় নিহত শহীদ পরিবারের ২৮জন বিধবার মাঝে এক লাখ ৩৪ হাজার চারশ টাকা ও প্রতেককে একটি করে কম্বল দেওয়া হয়েছে।

এসময় পুলিশ সুপার মেহেদুল করিম, ব্র্যাকের প্রতিনিধি আতাউর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল হক, ইউপি সদস্য লাল মিয়া, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক এসএম হাফিজুল ইসলাম, সোহাগপুর বিধবা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।