পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী ঝরে পড়া রোধে মতবিনিময় সভা

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও উপস্থিতি এবং ঝরে পড়া রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

KALAPARA MATOBINIMOY SOVA PIC-02(20.1.15)
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য মাহবুবুর রহমান

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল ও উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, প্রভাষক ইউসুফ আলী প্রমুখ।

সভায় উপজেলার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।