রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় ঢাকাগামী গাড়ি বহরে বোমা হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা। এতে একটি ট্রাকের সামনের কাঁচ ভেঙে যায়। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা মোড়ে সড়কের ওপর এ হামলা চালানো হয়।
নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় অর্ধশত গাড়ি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিকালে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় অতিক্রমের সময় বহরের মাঝখানের একটি ট্রাকে হামলা চালায় অবরোধ সমর্থকরা। এ সময় তারা একটি পেট্রোল বোমা ও একটি হাতবোমা ছুঁড়ে মারে। তবে হাতবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও পেট্রোল বোমায় আগুন ধরেনি। এ সময় বোমার আঘাতে ট্রাকের সামনের কাঁচ ভেঙে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গাড়িগুলো পার করে দেওয়া হয় বলে জানান ওসি।