রাজশাহীর বাঘায় ১৪৪ ধারা জারি

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর বাঘা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায়  মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার এ নিষেধাজ্ঞা জারি করেন।

বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, মঙ্গলবার সকালে  সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একটি পক্ষ ভুয়া ভোটার তৈরির অভিযোগে নির্বাচনে সংহিংসতা হতে পারে বলে সোমবার লিখিত অভিাযোগ দেন থানায়। এরপর চলমান হরতাল-অবরোধসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।