রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাংচুর চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী কলেজ ক্যাম্পাসে দুপুর পৌনে একটার দিকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ কর্মীরা। এসময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে অবস্থান নেয় শিবিরকর্মীরা। বিষয়টি ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে আসলে তারা এক শিবির কর্মীকে বেধড়ক পেটায়। এসময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান ওই শিবিরকর্মীকে ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে রক্ষা করেন এবং কলেজ ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে দেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ের দরজা ও জানালা ভাংচুর করে।
অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান জানান, বর্তমানে কলেজের পরিবেশ স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বোয়ালিয়া থানার ওসি নুর হোসেন খন্দকার জানান, কলেজ কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ করলে মামলা হবে বলে জানান তিনি।
ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখার সভাপতি ববিন আহমেদ ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, ছাত্রলীগ কর্মীরা সারওয়ার রনি নামে শিবিরের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। রনি পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।