রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে মো. মাহবুবুল আলম মিন্টু সভাপতি এবং মো. কামাল উদ্দিন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে প্রেসক্লাব মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যান্য নির্বাচিতরা হলেন: সাংগঠনিক সম্পাদক-মো. শাহজাহান মাসুদ, সহ-সভাপতি-মিজানুর রহমান মোল্যা ও সৈয়দ আহম্মদ, যুগ্মসাধারণ সম্পাদক-এম.আর সুমন ও অর্থ বিষয়ক সম্পাদক-আব্দুল লতিফ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার।