লক্ষ্মীপুর প্রতিনিধি : মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স বুধবার লক্ষ্মীপুরের কমলনগরে সম্পন্ন হয়েছে।
উপজেলা মৎস্য বিভাগ চরফলকন উচ্চবিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী ওই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামীদ শাহীন, রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন ও মাঠ সহকারী আকিদুর রহমান। প্রশিক্ষণে ২০ জন চাষি, জেলে ও সুফলভোগী অংশ নেন।