শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ীতে মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রফিক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মি. উত্তম মন্ডল, মনিটরিং কর্মকর্তা তপন কুমার সাহা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মি. অরবিন্দ গমেজ।