শেরপুরের শ্রীবরদীতে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের শ্রীবরদীতে বুধবার সন্ধ্যায় নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী লাল মিয়ার উত্তর শ্রীবরদী মহল্লার বাসভবনে এক আলোচনা সভা হয়। শেরপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, কৃষক লীগ আহবায় আব্দুল কাদেরসহ অন্যরা।

আলোচনা শেষে প্রকৌশলী আলহাজ্ব ফজলুল হক চাঁন এমপিকে উপদেষ্টা, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহকে আহবায়ক, মোহাম্মদ আলী লাল ও মুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।