শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিলি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রায় আড়াই হাজার প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার প্রতিবন্ধীর মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন একটি করে শীতের কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এসব কম্বল দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। এসময় নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, আছমত আরা, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. জিয়াউল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নকলা উপজেলা পরিষদ চত্বরে ওই উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের  দেড় হাজার প্রতিবন্ধীর মাঝে কম্বল বিলি করা হয়।