শেরপুর থেকে হাকিম বাবুল: বিএনপির ডাকা ঢাকা বিভাগে বুধবারের হরতালের সমর্থনে মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বিকেলে শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি কার্যালয়ে শহর বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
শহর বিএনপির আহবায়ক অ্যাড. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক আশীষ, অ্যাড. সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, রমজান আলী, ছাত্রদল সভাপতি আবু রায়হান রূপন, সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।