কমলনগরে ছাত্রলীগের অবরোধবিরোধী মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচির প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মিছিল করেছে ছাত্রলীগ।

PIC-(2)-22-01-15
অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের মিছিল

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মধ্য বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর, সহসম্পাদক রাকিব হোসেন বিপ্লব, কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ হোসেন, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন বাবু ও মিরাজ হোসেন শান্ত প্রমুখ।

এসময় বক্তারা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসুচি জনগণ প্রত্যাখান করেছে বলে দাবি করে তা প্রতিহতের ঘোষণা দেন।