কলাপাড়ায় গার্মেন্টসকর্মী খুনের রহস্য উন্মোচন, স্বামী ও দেবর গ্রেফতার

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামে গার্মেন্টসকর্মী রিনা বেগমের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী রাশেদ খান (৪০) ও দেবর হায়দার খানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

২৪ ডিসেম্বর সন্ধ্যায় মোস্তফাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে রিনার মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলার আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে কলাপাড়া থানা পুলিশ তার স্বামী ও দেবরকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, রিনা ছিলেন রাশেদের দ্বিতীয় স্ত্রী। তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। স্বামীকে চাহিদামতো টাকা দিতে না পারায় রিনাকে হত্যার পরিকল্পনা করা হয়।

তিনি আরো জানান, রাশেদ রিনাকে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এনে ২৩ ডিসেম্বর রাতে হত্যা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। 

রিনা বেগম (৩২) বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাদেবিহালী গ্রামের মৃত কানু শেখের কন্যা।

বুধবার দুপুরে আসামিদের উপজেলা বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম স্বপন কুমার দাস আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।