খুলনায় ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে গ্রেফতার ৯

খুলনা থেকে প্রতিনিধি: মিছিল-সমাবেশের মধ্য দিয়ে খুলনায় ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। এ সময়ে নগরীর বিভিন্ন স্থান থেকে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়। সকাল সাড়ে ১০ টায় নগরীর পিটিআই মোড় থেকে হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Khulna Pic
হরতালের দ্বিতীয় দিনে ২০দলীয় জোটের মিছিল।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মো. মজিবর রহমান, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরুল আলম, অ্যাড. ফজলে হালিম লিটন, জামায়াত নেতা খান গোলাম রসুল, বিজেপির সিরাজউদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের মাওলানা নাসিরউদ্দিন, মুসলিম লীগের অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।