গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম কমিটির হলরুমে বাংলা ও গণিত বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক অংশ নেন।
কোটালীপাড়া এডিপির ম্যানেজার কাজল-এ-দ্রং প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্ট্রাটর বিপুল বাড়ৈ, কোটালীপাড়া এডিপি শিক্ষা প্রকল্পের ম্যানেজার পিন্টু মন্ডল, কোটালীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কান্ত সরকার উপস্থিত ছিলেন।